বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে নতুন অতিথি এসেছে গত ৭ নভেম্বর। পুত্রসন্তানের জন্মের পর থেকেই ক্যাটরিনাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিয়ের পর থেকে অভিনয়ে নিজেকে বেশ সীমিত রেখেছিলেন তিনি। এমনকি গত দুই বছরে কোনো নতুন ছবিতেও সই করেননি। মাতৃত্বের প্রস্তুতি আর ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত ছিলেন এই তারকা দম্পতি।
চলতি বছরের সেপ্টেম্বরেই ভিকি-ক্যাট জুটি জানিয়ে দিয়েছিলেন, তাদের পরিবারে আসছে নতুন সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ফীতোদরের একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। হৃদয় ভরে আছে ভালোবাসা আর কৃতজ্ঞতায়।’
প্রথমবার বাবা হয়ে আবেগ সামলানোই কঠিন হয়ে পড়েছে ভিকির। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে আসেন অভিনেতা। সেখানে বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এই বছর আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা- বাবা হওয়া। ভেবেছিলাম এই দিনটা এলে হয়তো আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাব। কিন্তু সত্যি বলতে, এই অনুভূতি আমাকে আরও মাটির মানুষ করে দিয়েছে।’
তবে এখনো ছেলের নাম ঠিক করেননি তারা। প্রকাশ্যেও আনেননি নবজাতককে। খুব শিগগিরই ছেলের নাম ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন ভিকি কৌশল।
বলিউডের এই জনপ্রিয় দম্পতির নতুন যাত্রায় ভক্তরা এরই মধ্যে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন