জয়া আহসানকে দেখেই যেন মাথা ঠান্ডা রাখতে পারলেন না বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কলকাতার রাজপথে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে ব্যস্ত জয়াকে দেখে মুখ খুললেন তিনি, আর সেই ক্ষোভগাঁথা কথায় কটাক্ষের ঝড়! বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু টেনে প্রশ্ন তুললেন- ‘এই অভিনেত্রী কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়?’
‘ডিয়ার মা’ দিয়ে প্রায় এক দশক বাদে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর ফেরা বড় পর্দায়, আর সেই ফেরার মূল চরিত্রে রয়েছেন জয়া আহসান। প্রচারে তাকে একের পর এক অনুষ্ঠানে দেখেছেন শমীক ভট্টাচার্য নিজেও। কিন্তু এমন তারকাসঙ্গ খুব একটা মনঃপুত হয়নি এই বিজেপি নেতার।
একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘জয়া আহসান বলে একজন বড় মাপের অভিনেত্রী আছেন। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?’
তার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে মুখ না খোলা এক ধরনের মৌন সমর্থন। আর সেই ‘মৌনতা’ নিয়েই সরব হয়েছেন তিনি। কথায় কথায় প্রশ্ন ছুড়েছেন, অন্তর্বর্তী সরকার কি কোনো দায়িত্ব নিচ্ছে না?
তবে নেতার এসব কথার জবাব দিতে একটুও আগ্রহ দেখাননি জয়া আহসান। বরং বলিউডি ঠাটে, টলিউডি ছন্দে ‘ডিয়ার মা’ প্রচারে মেতে আছেন তিনি। বিতর্ক নিয়ে একটিও শব্দ খরচ না করে, ক্যামেরার ফ্ল্যাশে হাসিমুখেই রেখেছেন নিজের উপস্থিতি।
সিনেমার প্রচারে নামা মানেই কি রাজনৈতিক ব্যাখ্যার মুখে পড়া? নাকি জনপ্রিয়তাই আজকাল কাঁটা হয়ে দাঁড়ায় কারো কারো চোখে? জয়ার নীরবতা যেন এসব প্রশ্নের উত্তর হয়ে উঠেছে নিজের মতো করেই।