দীর্ঘদিন ধরে অভিনয়ের আঙিনায় তেমন দেখা নেই, নতুন নাটক বা ছবির খবরও নেই; তবু সোশ্যাল মিডিয়া্র স্ট্যাটাস আর ক্যাপশন ঘিরে শবনম ফারিয়ার নাম আলোচনায় থাকে হরহামেশাই। ভক্তদের কাছে তিনি এখনও পরিচিত মুখ, তবু সাম্প্রতিক সময়ে অনেকেই প্রশ্ন করছেন, ফারিয়া এখন কোন জগতের ব্যস্ততায় আছেন?
কাজ না থাকলেও তার প্রতিদিনকার ফেসবুক স্ট্যাটাস যেন ব্যস্ততার নতুন সংজ্ঞা তৈরি করে দিচ্ছে। এবার জানালেন চা-কফির ওপর নির্ভর করে টিকে আছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া ওই ছবির ক্যাপশনে ফারিয়া যা লিখেছেন, বাংলায় তার মানে দাঁড়ায়—‘দুই কাপ কফি আর এক কাপ চা খেয়েই বেঁচে আছি।’
ক্যাপশনের এই কথায় মজেছেন ভক্তরা, কেননা, ২০২২ সালে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ডাফন’-এর পর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি। নাটক কিংবা বিজ্ঞাপনে সাম্প্রতিক সময়ে তার নামের কোনো সংশ্লিষ্টতাও খুঁজে পাওয়া যায়নি। কয়েক বছর আগে একটি ই-কমার্স প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার খবর এসেছিল বটে, তবে সেই অধ্যায়ও আর এগোয়নি।
তবে ফারিয়ার এই কফি-চা-নির্ভর জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। শবনম ফারিয়ার চা-কফির পোস্ট ঘুরে বেড়াচ্ছে অনলাইনে, যেন পেশাদার জীবন নয়, ব্যক্তিগত অভ্যাসই এখন তার পরিচয়ের প্রধান উপাদান।
নিয়মিত অভিনয়ের বাইরেও শিল্পীর সামাজিক উপস্থিতি গুরুত্বপূর্ণ, তবে সে উপস্থিতি যদি কেবল কফির কাপ আর বিবিধ সব স্ট্যাটাসেই সীমাবদ্ধ থাকে, তাহলে প্রশ্ন উঠতেই পারে, একজন অভিনেত্রীর পরিচয় কি কেবল চা-কফির মধ্যেই সীমাবদ্ধ? সময় হয়তো এসব প্রশ্নের উত্তর দেবে, তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় ‘বেঁচে আছেন’ বলেই জানান দিচ্ছেন শবনম ফারিয়া।