স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুক ও দেহ ব্যবসায় নামার জন্য চাপ প্রয়োগের অভিযোগে মামলা দায়েরের পর এবার আরও এক বিস্ফোরক অভিযোগ আনলেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব।
মামলা প্রত্যাহারের জন্য তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এক আবেগঘন বার্তায় সানাই জানান, আইনের পোশাক গায়ে দিয়ে কীভাবে একজন মানুষ আইনের অপব্যবহার করে, সেটাই এখন তার বড় প্রশ্ন।
মিডিয়া থেকে স্বেচ্ছায় দূরে সরে যাওয়া সানাই জানান, সংসার টিকিয়ে রাখার জন্যই তিনি ক্যামেরার আলোর বাইরে চলে গিয়েছিলেন। বাবা পছন্দ না করায় মিডিয়ায় আর ফেরেননি।
কিন্তু শেষ পর্যন্ত তার নিজের স্বামীই তাকে অপমানজনক কথা বলেন বলে অভিযোগ সানাইয়ের। সেই অভিযোগের ভাষায় উঠে আসে এক নারীর গভীর হৃদয়বিদারক অভিজ্ঞতা।
এর আগে সানাই আদালতে অভিযোগ করেন, স্বামী মূসা কেবল টাকা পাওয়ার জন্য তাকে বিয়ে করেছেন এবং ২২ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এমনকি তাকে দেহ ব্যবসায় নামাতে চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে সানাইয়ের দাবি, তার স্বামী তাকে বলেন, ‘তুই কি ভাবছিস আমি তোকে ভালোবাসি? আমি তোকে টাকার জন্য বিয়ে করছি, টাকা দে তুই!’
এবার নতুন করে সানাই বলছেন, মামলাটি তুলে নিতে তার স্বামী এক পরিচিত ব্যারিস্টারের মাধ্যমে তাকে হুমকি দিচ্ছেন।
সানাইয়ের কথায়, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কোনো ব্যারিস্টার কীভাবে একজন নারীকে ভয় দেখাতে পারেন? মামলা তুলে নিতে বলেন? প্লিজ আমাকে মিথ্যা মামলার ভয় দেখাবেন না।’
নিজের হাতে থাকা প্রমাণ সম্পর্কে তিনি বলেন, ‘আমার কাছে সব প্রমাণ আছে। সময়মতো সেগুলো বিজ্ঞ আদালতের কাছে তুলে ধরব।’
তবে এই ঘূর্ণিপাকে জর্জরিত হয়েও সানাই এখনো সংসার ফিরে পেতে চান আগের মতো। তার ভাষায়, ‘আমি চাই সে তার ভুল বুঝুক, ক্ষমা চাক আল্লাহর কাছে। আমি চাই সে ফিরে আসুক আমার কাছে।’
ফলে সানাই-মূসার পারিবারিক নাটকে এখন নতুন মোড়, যেখানে একদিকে চলছে আইনি লড়াই, আর অন্যদিকে অদৃশ্য আকুতিতে জেগে আছে একটি সম্পর্ক টিকিয়ে রাখার শেষ চেষ্টা।