ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ম্যাক্স অভিকে নিয়ে লাইভে আসবেন রিয়া মনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০২:১২ পিএম
ম্যাক্স অভি ও রিয়া মনি। ছবি : সংগৃহীত

গত মাসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেতা হিরো আলম। এর আগে তার তৃতীয় স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে মামলা করেও তারা কিছুদিনের জন্য পুনর্মিলন করেছিল। কিন্তু মাস পেরোনোর আগেই আবারও তীব্র বিবাদের মুখে পড়েছেন তারা।

গত ৮ আগস্ট হিরো আলম নতুন করে অভিযোগ এনেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে বিষয়টি প্রকাশ করেছেন হিরো আলম।

হিরো আলম জানান, তিনি ফোন করলে রিয়া মনি বলেছিলেন সে তার ভাইয়ের বাসায় আছে। তবে ভিডিও কল ধরেননি। পরে তার লোকজন কক্সবাজারে গিয়ে রিয়ার অবস্থান নিশ্চিত করে। হোটেলের রুম নম্বর ও ভিডিও প্রমাণ পাঠানো হয়। এরপর তিনি রিয়ার বিরুদ্ধে মামলা করেছেন।

হিরো আলম আরও বলেন, আমাদের মধ্যে কোনো ঝামেলা বা ঝগড়া হয়নি। হুট করে সে প্রেমিকের সঙ্গে চলে গেছে। তাকে আটকানো সম্ভব নয়, কোনো কিছু ঘটলেই সে অন্যের কাছে চলে যায়। সে ডিভোর্স চেয়েছে, চাইলে সে আমাকে ডিভোর্স দিতে পারে, আমার কোনো আপত্তি নেই।

অন্যদিকে, রিয়া মনি ফেসবুকে জানিয়ে দিয়েছেন, ৮ আগস্ট বিকেল ৪টায় তিনি ও ম্যাক্স অভি রিয়াজ একসঙ্গে লাইভে আসবেন।

তিনি হিরো আলমের অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন, হিরো আলম আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আত্মহত্যার নাটক করেছে। আমি তার কাছে ফিরে গিয়েছিলাম, কিন্তু কোনো পরিবর্তন পাইনি। সে মিথিলার কাছে যায়, ইতির কাছে যায়। আমি তাকে ডিভোর্স দিয়েছি। ডিভোর্স চূড়ান্ত হতে তিন মাস সময় লাগবে। এরপর যদি ম্যাক্স অভিকে উপযুক্ত মনে করি, তাহলে বিয়েও করতে পারি, কারণ সে আমার ভালো বন্ধু।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ আরও জোরদার হচ্ছে। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও আলোচনা চলছে।