শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:১৯ পিএম

‘সকল বাটপাড়ের তীর্থভূমি আমার জন্মভূমি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:১৯ পিএম

অভিনেতা খায়রুল বাসার। ছবি - সংগৃহীত

অভিনেতা খায়রুল বাসার। ছবি - সংগৃহীত

রাজনীতির মাঠে উত্তেজনা থাকুক বা না থাকুক, অভিনেতা খায়রুল বাসার সবসময় থাকেন নিজের তীক্ষ্ণ পর্যবেক্ষণ নিয়ে সরব। অভিনয় জীবনের বাইরেও সমাজ আর রাষ্ট্রব্যবস্থার প্রতি তার গভীর আগ্রহ রয়েছে, সেটা নতুন নয়। তবে এবার তিনি যা লিখেছেন, তা যেন ছুরির মতো কেটে গেছে ভক্ত-অনুসারীদের বুকের ভেতর।

খায়রুল বাসার। ছবি- সংগৃহীত

নিজের জন্মভূমিকে ‘সকল বাটপাড়ের তীর্থভূমি’ বলে আখ্যায়িত করে আলোড়ন তুলেছেন এই অভিনেতা। এক সামাজিক মাধ্যম পোস্টে তিনি লেখেন, ‘এই দেশটা এক অনন্য শত্রুর দেশ! দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ!’ সেই সঙ্গে যোগ করেছেন, ‘আমরা তাদের পিছনে নাচি, মরি, কাটাকাটি করি!’

রাজনৈতিক নেতাদের প্রতি তীব্র ক্ষোভ ঝরেছে তার বাক্যে। লেখেন, ‘রাজনৈতিক স্বার্থের বাইরে কিছুই ঠিক হবে না!’

আরও একধাপ এগিয়ে, বাসার কষ্ট নিয়ে জানান, ‘একজন ডাক্তার, একজন সাংবাদিক, একজন শিক্ষক মরলেও কেউ বলে না মানুষ মরছে। এভাবে মানুষ মারা চলবে না।’

সবশেষে, বাসারের পোস্টের সবচেয়ে চমকপ্রদ বাক্য: ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপাড়ের তীর্থভূমি আমার জন্মভূমি।’

শুটিং-এ ব্যস্ত খায়রুল বাসার। ছবি- সংগৃহীত

এই পোস্ট ভাইরাল হয়েছে মুহূর্তেই। অনেকে একে সাহসী বলেছেন, কেউ কেউ আবার অভিযোগ এনেছেন অতিরঞ্জনের। তবে এটুকু স্পষ্ট—খায়রুল বাসার নীরব দর্শক নন, বরং নিজের জন্মভূমির ব্যর্থতা নিয়েও উচ্চকণ্ঠ।

খায়রুল বাসার। ছবি- সংগৃহীত

নাট্যশিল্পীর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন, ‘বাশার যা বলেছেন, আমাদের সবার মনের কথাই বলেছেন।’ কেউ বলছেন, ‘অভিনেতা নাকি অ্যাক্টিভিস্ট, বোঝা দায়!’

তবে একটা কথা মানতেই হবে—গসিপ হোক আর বাস্তব, খায়রুল বাসার চুপ থাকেন না। আর তাতেই জমে ওঠে আলোচনা, তুঙ্গে পৌঁছায় কৌতূহল।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!