বাংলাদেশ-ভারতের যৌথ আকাশে একের পর এক সাফল্যের পতাকা উড়িয়েছেন জয়া আহসান। কিন্তু ব্যক্তিগত জীবনের আঙিনা? সেটি যেন সবসময় কালো চাদরেই ঢাকা ছিল। আলো ঝলমলে পর্দায় জয়া যেমন মুগ্ধতা ছড়ান, তেমনি বাস্তব জীবনে নিজের ভালোবাসার গল্পকে তিনি আড়াল করে রেখেছিলেন বহু বছর। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গে ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী ভেঙে দিলেন সেই নীরবতার দেওয়াল।
অবশেষে একটি সাক্ষাৎকারে সরাসরি বললেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন’। সম্পর্কের বয়স? বহু বছরের পুরোনো। তবে সেই মানুষ শোবিজ দুনিয়ার কেউ নন।
-20250813115004.jpeg)
জয়ার মতে প্রেমের আগে বন্ধুত্ব—এই ভিত্তিতেই দাঁড়িয়ে আছে তাদের সম্পর্ক। ‘পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকা যায় সেটাই বড় বিষয়’ আবেগমাখা কণ্ঠে বললেন তিনি।
বন্ধুত্বের এই সেতুতে রয়েছে অসীম বোঝাপড়া। কলকাতায় দীর্ঘ শুটিং, বিদেশে ট্রাভেল—সবকিছুই নির্ভাবনায় মেনে নেন তার সঙ্গী।

জয়ার হাসি মিশে গেল এই কথায়—‘আমার এত অত্যাচার সহ্য করে! আমি কাজ নিয়ে বাইরে থাকলেও সে কিছু মনে করে না, বরং আমাকে এগিয়ে দেয়।’ শান্ত স্বভাবের এই মানুষটিই নাকি জয়ার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।
তবে বিয়ের প্রসঙ্গে যেন খানিকটা সতর্কই রইলেন জয়া। ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই’— জানিয়ে দিলেন সোজাসাপ্টা।
-20250813115156.jpeg)
অতীতের কিছু অভিজ্ঞতা নাকি তাকে আজও সাবধান করে দেয়। সেই কারণেই বিয়ের বিষয়ে তার মনে হালকা ভয় কাজ করে।
সবশেষে জানালেন, দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। আলো-আড়ালের এই মিশ্রণই নাকি তাদের ভালোবাসাকে দিয়েছে দৃঢ়তা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন