তাহসান-মিথিলার কন্যা ছোট্ট আয়রা সম্প্রতি মিডিয়ায় নিজের প্রথম কাজে অংশগ্রহণ করল। মায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে ফ্রেম ভাগ করে নেয়ায় সেই আনন্দে ভাসলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্ত শেয়ার করতে গিয়ে সৃজিত লিখলেন, ‘আমি কি বুড়ো হচ্ছি! জানি না, চোখের সামনে সময় চলে গেল আয়রা বড় হয়ে গেল। এ যেন অন্য অনুভূতি।’
ছোট্ট মেয়ের প্রতি বাবার এই আবেগ ঘন মুহূর্ত ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। সৃজিত জানান, মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বলেন, ‘দেখতে দেখতে বড় হয়ে গেল! আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে চোখের সামনে সময় উড়ে গেল।’
মিথিলা ও সৃজিতের দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা যায়। তাদের ব্যবধান আগে থেকেই আলোচিত। তবুও মেয়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা অটুট আছে। এই আবেগঘন মুহূর্ত প্রমাণ করে, বাবা হিসেবে সৃজিতের মেয়ের প্রতি ভালোবাসা সবসময়ই অটুট থাকে।
ভবিষ্যতে কি পরিচালক হিসেবে নিজেই আয়রাকে কাজে নেবেন, এমন প্রশ্নে সৃজিত বলেন, ‘আমার কোনো ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানায়, অবশ্যই ওকে নিতে চাইব।’ সৃজিতের এই মন্তব্যে স্পষ্ট হয়ে যায়, ছোট্ট আয়রার প্রতিভা তাকে একদিন বড় পর্দায়ও দেখা যেতে পারে।
যদিও মিথিলা ও সৃজিতের ব্যক্তিগত জীবনে সমীকরণ কিছুটা জটিল, বাবার আবেগ ঘন এই মুহূর্ত সব গুঞ্জনের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। ছোট্ট আয়রার প্রথম পর্দার অভিজ্ঞতা কেবল তার প্রতিভা নয়, বাবা-মায়ের আনন্দেরও এক প্রতিফলন।