গত ১০ আগস্ট পরীমণির ছেলে পদ্মর তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরী ফেসবুকে জানিয়েছিলেন, তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। থার্মোমিটারের ছবি শেয়ার করে তিনি জ্বরের মাত্রা উল্লেখ করেন।
রোববার (১৭ আগস্ট) তিনি প্রাইভেট হাসপাতালের সমস্যার উল্লেখ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।
পরীমণি লিখেছেন, এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্মকাহিনি! কতশত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক! বিস্তারিত আসছে।
এর আগে শনিবার (১৬ আগস্ট) পরীমণি ছেলের অসুস্থতা ও ব্যক্তিগত বিরক্তির বিষয় নিয়ে আরও পোস্ট করেছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কী চলে জীবনে, সেটা সেই মা-ই জানে। এর মধ্যে যারা আমার মাথা গরম করছে, তাদের একটিও ছাড়ছি না। তোদের ভাইরাল হওয়ার দরকার নেই।
একই দিনে তিনি আরও লিখেছিলেন, আমার সব আনন্দে যাদেরকে আমি কাছে চাইছি, তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা জীবনের গু মাত্র। কিছু কুত্তাদের আমি সহ্য করে গেছি, এবার আর পারব না। এবার যেটা পারব সেটা হলো কবর দিয়ে দেওয়া।
পরীমণি আরও উল্লেখ করেছেন, ১০ তারিখে ছেলে পদ্মর জন্মদিনে আমার কাছে থাকা মানুষদের সঙ্গে ইভেন্ট আয়োজন করেছিলাম। কিন্তু কিছু বেহায়া উল্লুক আমার ইভেন্টে এসে রিলস, বিজনেস ব্লগ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করছে। আগেই বলেছি, আমার বাচ্চারা কোনো ব্যবসার উপাদান নয়।
পরীমণি এই সমস্ত পোস্ট পরে নিজেই মুছে ফেলেছেন।
প্রসঙ্গত, ছেলে পদ্মর তৃতীয় জন্মদিনে পরীমণি কাছের মানুষদের সঙ্গে জমকালো আয়োজন করেছিলেন। অনুষ্ঠান সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন