জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে। এটি বিটিভিতে প্রচারিত হবে ৩০ মে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।
‘ইত্যাদি’ সবসময়ই দেশের নানা জেলা-উপজেলায় ঘুরে বিশেষ পর্ব ধারণ করে থাকে। এবার ঝিনাইদহ শহরের একটি খোলা ময়দানে ধারণ করা হয়েছে পুরো অনুষ্ঠানটি।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো দর্শক হাজির হন ‘প্রিয় উপস্থাপক’ হানিফ সংকেতকে একবার কাছ থেকে দেখার জন্য। ঝড়, বৃষ্টি ও কর্দমাক্ত পথ পেরিয়ে দর্শকদের এমন উপস্থিতিই যেন ‘ইত্যাদি’র প্রতি মানুষের আবেগের স্পষ্ট প্রমাণ।

এই পর্বে উঠে এসেছে ঝিনাইদহের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গুণী ব্যক্তিদের নানা দিক। শুরুতেই রয়েছে ঝিনাইদহকে নিয়ে একটি পরিচিতিমূলক গান, লিখেছেন শৈলকুপার মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত নিজে এবং গেয়েছেন রাজীব ও তানজিনা রুমা।
গানটির নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ শাহীন ইসলাম।
এ ছাড়াও থাকছে লোককবি পাগলা কানাইয়ের লেখা ও সুরে একটি বিশেষ গান, গেয়েছেন সেলিম চৌধুরী ও তাসিবা, সংগীত পরিচালনায় ছিলেন মেহেদি। ঝিনাইদহেরই সন্তান, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান গেয়েছেন আরেকটি গান, যার কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন কিশোর দাস।

প্রধান আকর্ষণ হিসেবে এই পর্বে ছিল সরাসরি উপস্থিত দর্শকদের অংশগ্রহণে একটি কুইজ সেগমেন্ট। বিজয়ী চারজনকে নিয়ে কলা ও পান ব্যবহার করে স্থানীয় ভাষায় পরিবেশিত হয়েছে একটি মজার নাট্যাংশ।
‘ইত্যাদি’র সামাজিক সচেতনতামূলক নাট্যাংশগুলোর মধ্যেও থাকছে নতুন নতুন নাটক- ‘পোস্টার নির্যাতন’, ‘দালালের দৌরাত্ম্য’, ‘স্বভাব সংস্কার’, ‘প্রবাদের পেছনের গল্প’, ‘ফেসবুকের সংবাদ সেবা’, ‘স্বাস্থ্যের ব্যবসা’, ‘পশু-পাখি প্রীতি’, ‘নাম সংকটে দল গঠন’, ‘দোষ খুঁজে দোষ ধরা’ ও ‘কথা শুনে ঐথা ব্যথা’। প্রতিটি নাট্যাংশেই সমাজের বাস্তবতা ফুটে উঠেছে হিউমারের মোড়কে।
অনুষ্ঠানে আরও থাকছে ঝিনাইদহের ঐতিহাসিক দত্তনগর কৃষি খামার নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন। খামারটি এশিয়ার অন্যতম বৃহৎ বীজ উৎপাদন কেন্দ্র হিসেবে খ্যাত। থাকছে ঝিনাইদহের ইতিহাস ও স্থানীয় গুণীজনদের নিয়ে বিশেষ প্রতিবেদনও।
এই পর্বে অভিনয় করেছেন বিশাল তারকাবহর- বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, শুভাশীষ ভৌমিক, আমিন আজাদ, আনজুমান আরা শিরিন, রকি খান, জিল্লুর রহমান, কামাল বায়েজীদ, মুকিত জাকারিয়া, জাহিদ শিকদার, আশরাফুল আলম সোহাগ, আনোয়ার শাহী, নাজরুল ইসলাম, আনন্দ খালেদ, সুমন পাটোয়ারী, শহীদ আলী, সুজাত শিমুল, তারিক স্বপন, আনোয়ারুল আলম সাজাল, সাইদুর রহমান পাভেল, বেলাল আহমেদ মুরাদ, মঞ্জুর আলম, বিলু বড়ুয়া, মতিউর রহমান, রাজীব সালেহীন, সাদিয়া তানজিন, সাবরিনা নিসা ও সুরবানা মজুমদারসহ আরও অনেকে।
প্রতিবারের মতো এবারও প্রচারিত হবে ‘ইত্যাদি’র জনপ্রিয় নিয়মিত বিভাগগুলো। অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি থাকছেন হানিফ সংকেত।