ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মায়ের কাছে ফেরার পথ খুঁজছেন ইরানি নির্মাতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৯:২৮ পিএম
স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। ছবি - সংগৃহীত

ইরানের স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি দেশে ফিরতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। 

 

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়ার উদ্দেশে যুদ্ধ শুরুর ঠিক আগমুহূর্তে তিনি ইরান ত্যাগ করেন। পরে দেশটির আকাশ ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি কার্যত নিজের মাতৃভূমিতে ফেরার সব পথ হারিয়ে ফেলেছেন।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে জাফর পানাহি। ছবি - সংগৃহীত

এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে জাফর পানাহি লেখেন, ‘প্রতিদিন চেষ্টা করছি দেশে ফেরার। আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের কাছে যাওয়ার পথ খুঁজছি। কিন্তু সব পথ যেন বন্ধ। যখন নিজের মানুষগুলো প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে, তখন নিজেকে ভীষণ অসহায় লাগে।’ 

জাফর পানাহির ইন্সটাগ্রাম পোস্ট।  ছবি - সংগৃহীত

তিনি আরও বলেন, ‘যখন কোনো জাতির ভবিষ্যৎ কয়েকজন ক্ষমতাধর ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাতে জিম্মি হয়ে পড়ে, তখন আমাদের হাতে থাকে কেবল ক্ষোভ, বেদনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য উচ্চারণের দায়িত্ব।’

জাফর পানাহি বরাবরই যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তার সিনেমা ‘ট্যাক্সি’, ‘নো বিয়ারস’ এবং ‘দিস ইজ নট আ ফিল্ম’-এ তিনি ব্যক্তি স্বাধীনতা, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় অগণতান্ত্রিকতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কথা বলেছেন। 

১৯৯৫ কান চলচ্চিত্র উৎসবে জাফর পানাহি।  ছবি - সংগৃহীত

দুইবার কারাবরণ করেছেন, চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞার মুখেও থেমে থাকেননি। ২০২২ সালে ইরানে মহিলাদের আন্দোলনের সময় বিমানবন্দরে ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানে তাকে অভ্যর্থনা জানিয়েছিল সমর্থকরা।

সম্প্রতি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পাম জয় করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে যান। সেখানেই আটকে পড়েছেন এই নির্মাতা। 

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ চলচ্চিত্রের একটি দৃশ্য।  ছবি - সংগৃহীত

নিজের দেশে ফেরার আকুতি জানাতে গিয়ে তিনি যেন আরেকটি সিনেমার চরিত্রে রূপ নিয়েছেন। যেখানে তিনি পরবাসে বন্দি, আর হৃদয় পড়ে আছে মায়ের কোলে ফেরার যন্ত্রণায়।