ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

রাজনীতি নাকি রুপালি পর্দা, কোন দিকে যাচ্ছেন ঋত্বিকা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৩:০৩ পিএম
অভিনেত্রী ঋত্বিকা সেন। ছবি- সংগৃহীত

বিধানসভা নির্বাচনের প্রচারে তাকে দেখা যাবে, এই গুঞ্জনে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছিল টলিপাড়া। কিন্তু ২১ জুলাইয়ের রাজনৈতিক জমায়েতে ঋত্বিকা সেনের অনুপস্থিতি যেন সেই গুঞ্জনের আগুনে জল ঢেলে দিল। তাহলে কি রাজনীতির মাঠে নামার পরিকল্পনা পিছিয়ে দিলেন অভিনেত্রী? নাকি গোটা বিষয়টাই ছিল নিছক কানাঘুষো? এই রহস্যের মাঝেই যেন নতুন ইঙ্গিত দিয়ে হাজির হলেন ঋত্বিকা—না, রাজনীতির মঞ্চে নয়, বরং রুপালি পর্দার আলোয়।

নতুন থ্রিলার ছবি ‘মহরত’-এর উন্মোচন অনুষ্ঠানে হাজির হলেন ঋত্বিকা সেন, যেখানে তার বিপরীতে থাকছেন জনপ্রিয় শিল্পী মীর। ছবিটি পরিচালনা করছেন আতিউল ইসলাম। 

অভিনেত্রী ঋত্বিকা সেন। ছবি- সংগৃহীত

রাজনৈতিক মঞ্চে না দেখা দিলেও চলচ্চিত্রের পর্দায় যে তিনি বেশ সরব, তা প্রমাণ করে দিল এই নতুন জুটি। ‘মহরত’ ছবিতে ঋত্বিকা ছাড়াও থাকছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, অনিন্দিতা সোম এবং দেবরাজ ভট্টাচার্যের মতো অভিজ্ঞ শিল্পীরা।

ছবির শুরুতেই ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা—একজন নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জি খুন হন শুটিং চলাকালীন। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় একজন খ্যাতনামা পরিচালক। 

হত্যাকাণ্ডের পর ধীরে ধীরে রহস্য জটিল হতে থাকে, যেখানে মিডিয়ার ভূমিকাই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই মিডিয়ারই একজন প্রতিবাদী মুখ, রিপোর্টার মোহরের ভূমিকায় দেখা যাবে ঋত্বিকাকে।

নিজের চরিত্র নিয়ে ঋত্বিকা বলেন, ‘মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার স্বভাব। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টারের চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুরুতে একজন নামী অভিনেত্রীর মার্ডার হয়। সবকিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায়টাকে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং।’ 

অভিনেত্রী ঋত্বিকা সেন। ছবি- সংগৃহীত

তার এই প্রতিবাদী চরিত্রে সবচেয়ে বড় সঙ্গী ঈশান, অর্থাৎ মীর। ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে এই বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে।

তবে এই ছবির মধ্য দিয়েই কি ঋত্বিকা বুঝিয়ে দিলেন, আপাতত রাজনীতি নয়, তার মূল ফোকাস রইল সিনেমাতেই? নাকি এই পা বাড়ানো কেবল সময়ের অপেক্ষা? 

উত্তরটা হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের খামে। আপাতত নেটিজেনরা বলছেন, ‘রাজনীতি হোক বা রুপালি পর্দা, ঋত্বিকার প্রত্যাবর্তনেই জমে উঠবে খেলা!’