মাদুরাই জেলার প্যারাপাথিতে বিশ আগস্ট অনুষ্ঠিত তামিলাগা ভেত্ত্রি কজাগমের (টিভিকে) দ্বিতীয় রাজ্য সম্মেলনে তামিল সুপারস্টার থালাপাথি বিজয় আইনি সমস্যায় পড়েছেন। অভিযোগ ওঠে, অনুষ্ঠানে তার নিরাপত্তারক্ষীরা উপস্থিত জনতার ওপর দমনমূলক আচরণ চালান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জনতার ওপর নির্যাতন চলাকালীন বিজয় তা খেয়াল না করেই পার হয়ে চলে যাচ্ছেন।
পরাম্বলুর জেলার পুলিশ সুপার অফিসে টিভিকের কর্মী সারথকুমার অভিযোগ দায়ের করেন যে, বিজয়ের দেহরক্ষীরা তাকে নির্যাতন করেছে। অভিযোগে বিজয়সহ আরও দশ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। ভিডিওতে জনতার প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘বিজয় একজন সিনেমা অভিনেতা হিসেবে পরিচিত, কিন্তু কেউ যেন তাকে নেতা হিসেবে ভুল বোঝে না।’
এর আগে বিজয় ঘোষণা করেছিলেন, তিনি সিনেমা জগৎ ছেড়ে রাজনীতিতে সম্পূর্ণ মনোনিবেশ করবেন। প্রথম টিভিক বিজয় মানাডু অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি শীর্ষে থেকে আমার ক্যারিয়ার ত্যাগ করেছি, বেতনও ছেড়ে দিয়েছি। আমি এখানে আপনাদের বিজয় হিসেবে আছি, আস্থা রাখুন।’
আইন বিশেষজ্ঞরা বলছেন, বিজয়কে র্যালিতে জনতা নির্যাতনের অভিযোগ মোকাবিলা করতে হবে। প্রশাসনিক তদন্তের পর মামলার অগ্রগতি নির্ধারণ করা হবে।
সোর্স: নিউজ১৮, এফপিএন্টারটেইনমেন্ট ডেস্ক, দি রুট