উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের ব্যান্ড নগরবাউল। যুক্তরাষ্ট্র সফরে থাকা ব্যান্ডটির ফিলাডেলফিয়ায় আয়োজিত একটি কনসার্ট থেকে আয়ের একটি অংশ সহায়তা হিসেবে পৌঁছে যাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছে।
ফেসবুকে আয়োজকরা জানিয়েছেন, ২৫ জুলাই ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি ব্যয় করা হবে নিহতদের পরিবারের জন্য এবং আহত শিক্ষার্থীদের পুনর্বাসনে। আয়োজকেরা লিখেছেন, ‘এ শোকের মুহূর্তে আমরা আমাদের দেশের মানুষের পাশে আছি। সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়- এটি হতে পারে আরোগ্য ও ঐক্যের প্রতীক।’
জেমস নিজেও দুর্ঘটনার পর তার অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তা দিয়ে জানান, ‘এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এ ঘটনায় থেমে গেল।’ তিনি বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সব উদ্ধারকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান, যাঁরা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।
এরপর ২ আগস্ট ভার্জিনিয়ার উডব্রিজে ‘ফ্রিডম হাই স্কুল’ প্রাঙ্গণে আরও একটি কনসার্টে অংশ নেবেন জেমস। সেখানে তার সঙ্গে একই মঞ্চে গান করবেন দেশের দুই জনপ্রিয় গায়ক ও তার আপন ভাই-প্রতীক হাসান ও প্রীতম হাসান। এই আয়োজনে যুক্ত রয়েছে স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং একাত্তর ফাউন্ডেশন।
জেমসের ব্যান্ড নগরবাউলের বর্তমান সদস্যরা হলেন: ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে তাদের।