ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চিত্রনায়ক জসিমের ছেলে ব্যান্ডশিল্পী রাতুল ‍আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:০৬ পিএম
ওউন্ড-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল। ছবি- সংগৃহীত

জনপ্রিয় মডার্ন রক ব্যান্ড ওউন্ড-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল আর নেই। রোববার দুপুরে রাজধানীর একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই প্রতিভাবান সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৬ বছর। তিনি ছিলেন খ্যাতিমান অভিনেতা ও প্রয়াত চিত্রনায়ক জসিমের মেজো ছেলে এবং প্রখ্যাত ব্যান্ডশিল্পী এ কে রাহুলের বড় ভাই। রোববার বাদ মাগরিব উত্তরা ৭ নং সেক্টর পার্ক সংলগ্ন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মঞ্চে পারফর্ম করছেন এ কে রাতুল। ছবি- সংগৃহীত

ওউন্ড ব্যান্ডের মাধ্যমে দেশের বিকল্প রক সংগীতের জগতে বিশেষ এক ধারা তৈরি করেছিলেন এ কে রাতুল। কেবল শিল্পী হিসেবেই নয়, তিনি ছিলেন একজন দক্ষ সংগীত পরিচালক ও অভিজ্ঞ সাউন্ড ইঞ্জিনিয়ার। 

অনুজদের জন্যও তিনি ছিলেন প্রেরণার উৎস। নতুন প্রজন্মের ব্যান্ডগুলোর পাশে সবসময় ছিলেন নীরবে, নিঃস্বার্থভাবে। বহু তরুণ ব্যান্ডকে স্টুডিওতে সময় দিয়ে, গাইড করে, নিজের অভিজ্ঞতা বিলিয়ে দিয়ে গড়ে তুলেছেন একেকটি সম্ভাবনাময় নাম।

তার আকস্মিক মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পীরা বলছেন, একজন শিল্পী হারাননি তারা, হারিয়েছেন একজন অভিভাবক, একজন নির্ভরযোগ্য বন্ধু, একজন নীরব সংগঠক।

ব্যান্ড ওউন্ড-এর সঙ্গে এ কে রাতুল। ছবি- সংগৃহীত

এ কে রাতুলের অকালপ্রয়াণে সাংস্কৃতিক অঙ্গন আজ এক গভীর শূন্যতার মুখোমুখি। তার অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছেন তার ভক্তশ্রোতা ও সংগীতাঙ্গনের তারকারা।