শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আরফান হোসাইন রাফি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৪৬ পিএম

নিজের নামেই হোক পরিচয়: নারী উদ্যোক্তা মেলা

আরফান হোসাইন রাফি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৪৬ পিএম

নিজের নামেই হোক পরিচয়: নারী উদ্যোক্তা মেলা

নারী উদ্যোক্তা মেলা ( মাধবদী,নরসিংদী)

যদি ইতিহাসের পাতা থেকে সামনে আনা হয় একটি করুণ দৃশ্যপট; যেখানে বংশের কলঙ্ক হয়ে জন্ম নিত কন্যাশিশু। যাদের আগমনে অন্ধকারে ছেয়ে যেত সদ্য ঘোষিত মায়ের অমল মুখখানা; আর বাবার বুকে বয়ে আসত দুঃখের ফোয়ারা। জ্যান্ত কন্যাশিশুকে গৃহবন্দি অথবা কবর দেওয়ার সেই ইতিহাস থেকে উঠে আসা নারীসমাজ আজ পৃথিবীর এক অদম্য শক্তি। নিজেকে প্রমাণ করতে হয়ে উঠেছে কাজী নজরুলের কবিতার প্রতিচ্ছবি ‘নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারি রচা অই কারাগারে পুরুষ মরিবে ভুগে।’

আজকের দিনে দাঁড়িয়ে খুব সহজভাবেই বলা যায়, নারীরা আজ পৌঁছেছে কাঙ্ক্ষিত সেই পরের যুগে। যেখানে তারা বাঁচতে শিখেছে আমিত্বের বড়াই নিয়ে। বিশ্বমানচিত্রে নিজেদের তুলে ধরতে মেতেছে নানা আয়োজনে। যার মধ্যে উল্লেখযোগ্য নারী উদ্যোক্তা মেলা। বর্তমানে দেশ-বিদেশে এই মেলার ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নারী উদ্যোক্তাদের উপার্জন এবং রিপ্রেজেন্টের সহজ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে এই মেলা, বলছেন মেলার আয়োজকরা। দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা হয়েছে তেমনই একজন আয়োজক নরসিংদী জেলা মাধবদী থানার ফারজানা তাবাচ্ছুম শাম্মীর।  তিনি বলেন,

‘নারী উদ্যোক্তা মেলা নারীদের ক্রিয়েশনকে তুলে ধরার একটি অন্যতম জায়গা। আবার যে নারীরা সমাজের ভয়ে ঘরবন্দি হয়ে থাকত এই মেলা তাদের সাহস জোগায় নিজেকে উপস্থাপন করতে। নরসিংদী সদরের মেলা থেকে অনুপ্রাণিত হয়ে মাধবদীতে আমরা ‘নিজের নামেই হোক পরিচয়’ এই স্লোগান নিয়ে শুরু করেছিলাম মেলাটি। আলহামদুলিল্লাহ শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছি। মেলাটি সফল করতে অনেকেই সাপোর্ট করেছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আধুনিক যুগে এসেও নারীদের পিছিয়ে থাকা মানা যায় না। তাই আমি মনে করি এই মেলার পরিধি আরও বৃদ্ধি পাওয়া উচিত। এমন কোনো জায়গা না থাকুক যেখানে নারী উদ্যোক্তা মেলা হচ্ছে না। এই মেলাকে কেন্দ্রকে একজন নারী তার জীবনের সেরা সময়টা উদযাপন করে। নারীরা জীবন থেকে আহামরি কিছু চায় না! শুধু স্বাধীনভাবে বাঁচতে চায়। এই মেলা নারী স্বাধীনতা রক্ষায়ও একটি নিয়ামক ভূমিকা পালন করছে। এছাড়া তৈরি করছে উপার্জনের সহজ পথ। আমাদের এখানে এমনও উদ্যোক্তা আছে যারা মাসে দুই থেকে আড়াই লাখ টাকা অনায়াসে উপার্জন করছে। আশা রাখি ভবিষ্যতে তা কোটি ছাড়াবে। কোনো একদিন এই উদ্যোক্তাদের নিয়ে ইন্টারন্যাশনাল ফেয়ারে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। নারীরা আর পিছিয়ে না পড়ুক, নিজেদের প্রমাণ করুক সর্বোচ্চটা দিয়ে এটাই আমার একমাত্র চাওয়া।’

আরবি/ আরএফ

Link copied!