শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:৪২ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:৪২ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা একসময় কালক্রমে রূপ নেয় ইতিহাসে। যে ঘটনাগুলো আমাদের মনে দাগ কাটে, সমাজে পরিবর্তন আনে তা স্থান পায় ইতিহাসের পাতায়। তা হতে পারে কোনো ইতিবাচক অর্জন, প্রথম কোনো ঘটনা, অথবা মানবসভ্যতার অভিশাপ কিংবা আশীর্বাদ। ইতিহাস আমাদের শেখায়, প্রেরণা দেয় এবং পথ দেখায় নতুন নতুন দিগন্তের দিকে।

আজ বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৮৭৪ - নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করেন।

১০ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
১৫২০ - রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।

১৫২৬ - পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।

১৫৫৩ - লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।

১৭৪১ - ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।

১৮৪২ - নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।

১৮৫৪ - স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।

১৮৫৭ - মিরাটে সিপাহি বিদ্রোহের সূত্রপাত।

১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি, রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।

১৯০০ - অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।

১৯২১ - মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।

১৯৪০ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।

১৯৪২ - দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।

১৯৪৬ - ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।

১৯৫৭ - ড. হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।

১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপণ করা হয়।

১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩ - ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।

১৯৭৬ - গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।

১৯৮৯ - বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস।

১৯৯১ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

১৯৯২ - হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকারপ্রধান নির্বাচিত।

জন্ম 

১৪৫২ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস।

১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী।

১৮৩৪ - চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা।

১৮৫৬ - নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়-মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী।

১৮৭১ - মার্সেল প্রুস্ত্‌, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক।

১৮৮৩ - মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক।

১৮৮৫ - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ।

১৮৯৩ - কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা।

১৯০২ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার।

১৯১৩ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।

১৯১৫ - নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেলো।

১৯১৮ - শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও ‘দক্ষিণী’ প্রতিষ্ঠাতা।

১৯২৫ - ডা. মাহাথির মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।

১৯২৮ - অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, ‘দ্যা রেইপ অব বাংলাদেশ’ খ্যাত লেখক।

১৯৩১ - মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক।

১৯৪৬ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী।

১৯৪৯ - সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান।

১৯৬৮ - মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট।

১৯৮০ - মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন।

মৃত্যু 

১৮১৭ - জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক।

১৮৯৩ - শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ।

১৯৭৭ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন।

২০০১ - হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কূটনীতিবিদ।

২০১৪ - জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!