ব্যান্ডউইথ সেবার জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বেসরকারি খাতের এনটিটিএন অপারেটর বাহন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দেশে টেলিযোগাযোগ খাতের সম্প্রসারণের লক্ষ্যে ‘টেলিটকের নেটওয়ার্ক গ্রামীণ এলাকায় সম্প্রসারণ এবং ৫জি সেবার জন্য নেটওয়ার্ক প্রস্তুতি প্রকল্প’ এর আওতায় সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। ৩ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার ৯১৪ টাকা মূল্যের এই চুক্তি বাংলাদেশের গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক সংযোগ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টেলিটকের প্রকল্প পরিচালক নিজাম উদ্দিন এবং বাহনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাশেদ আমিন বিদ্যুৎ চুক্তিপত্রে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায়, বাহন, টেলিটকের ৬০৯টি বিটিএস সাইট থেকে সংশ্লিষ্ট জেলাগুলোর জন্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ সেবা প্রদান করবে, যা নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত সেবা নিশ্চিত করবে।
এ বিষয়ে টেলিটকের প্রকল্প পরিচালক নিজাম উদ্দিন বলেন, এই চুক্তিটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়ার আমাদের অভিযাত্রায় একটি মাইলফলক। বাহন লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদেরকে শক্তিশালী ব্যান্ডউইথ সমাধান প্রদান করতে সক্ষম করবে, যা ভবিষ্যতে ৫জি প্রযুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখবে।
অন্যদিকে বাহনের সিওও রাশেদ আমিন বিদ্যুৎ বলেন, এই পরিবর্তনমূলক প্রকল্পে টেলিটকের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। আমাদের ব্যান্ডউইথ সেবার দক্ষতা ৬০৯টি বিটিএস সাইট থেকে নিরবচ্ছিন্ন ট্রান্সমিশন নিশ্চিত করবে, যা বাংলাদেশকে আরও বেশি সংযুক্ত ও ডিজিটালভাবে অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন