আইফোনের অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট আইওএস ১৮.৩ এ যুক্ত করা হয়েছে স্টারলিংক স্যাটেলাইটের সংযোগ। এর ফলে আইওএস ১৮.৩ সংবলিত আইফোন ব্যবহারকারীরা মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক ছাড়াও কানেকটিভিটি পাবে।
স্টারলিংক স্যাটেলাইটের মালিকানা প্রতিষ্ঠান ইলন মাস্কের স্পেস এক্স এবং মার্কিন মোবাইল টেলিকম অপারেটর ‘টি মোবাইল’ এর যুক্ত হয়ে নতুন এই ফিচারটি এনেছে আইফোনের মালিকানা প্রতিষ্ঠান অ্যাপল। বেশ কিছুদিন প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে গোপনে বিষয়টি কাজ করে, যা আইওএস এর সর্বশেষ সংস্করণের মাধ্যমে প্রথমবারের মতো সম্প্রতি প্রকাশ করা হয়।
টি মোবাইল প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু আইফোন ব্যবহারকারীকে এই সেবা দিচ্ছে। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় টি মোবাইল লেখে, ‘আপনারা এখন টি-মোবাইল স্টারলিংক বেটায় (পরীক্ষামূলক সংস্করণ) আছেন। স্যাটেলাইটের মাধ্যমে বার্তা আদান প্রদানের মাধ্যমে (টেক্সট মেসেজিং) আপনারা এখন ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন’।
অর্থাৎ প্রাথমিকভাবে স্যাটেলাইট নেটওয়ার্কের সুবিধায় শুধু টেক্সট মেসেজ আদান প্রদান করা যাবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’ এ দেওয়া এক টুইট বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, অচিরেই এই সুবিধা ভয়েস কল এবং কম রেজ্যুলেশনের ভিডিওতে উন্নীত করা হবে।
ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন যাবত গোপনে এই স্যাটেলাইট কানেকটিভিটি নিয়ে কাজ করছিল অ্যাপল, স্পেস এক্স এবং টি মোবাইল। টি মোবাইলের প্রায় একই ধরনের একটি ফিচার রয়েছে স্যামসাং ব্যবহারকারীদের জন্য। এর আরেকটি বিশেষত্ত্ব এই যে, আইফোন স্মার্টফোনে স্যাটেলাইট কানেকটিভিটি চালু করতে আগে ম্যানুয়ালি সেটিংস করতে হতো।
পাশাপাশি ডিভাইসটিকে আকাশের দিকে তাক করে ধরতে হতো। তবে নতুন ব্যবস্থায় যখনই কোনো আইফোন মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের আওতার বাইরে চলে যাবে, স্টারলিংক স্যাটেলাইট কানেকটিভিটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এজন্য আইফোনটি হতে হবে কমপক্ষে আইফোন ১৪ মডেলের।
এতসব সুবিধার পরেও স্যাটেলাইট সংযোগ পেতে কিছুটা সমস্যার মুখোমুখি হওয়া লাগতে পারে ব্যবহারকারীদের। আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করবে স্যাটেলাইট সংযোগের গুণগত মান। পাশাপাশি মোবাইল টাওয়ারের তুলনায় এতে ল্যাটেন্সি বেশি থাকতে পারে বলে সতর্ক করেছেন টেলিকম বিশেষজ্ঞরা। 
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন