বর্তমানে ইউটিউব এখন শুধু বিনোদনের নয়, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই ইউটিউবকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। তবে ইউটিউবে কাজ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যা অমান্য করলে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে।
চলুন জেনে নেওয়া যাক, কী কী কাজ থেকে বিরত থাকা জরুরি -
১. কপিরাইট লঙ্ঘন করা চলবে না
বারবার কপিরাইট লঙ্ঘনকারী কন্টেন্ট আপলোড করলে কপিরাইট স্ট্রাইকের সম্মুখীন হতে পারেন। তিনটি কপিরাইট স্ট্রাইক হলেই আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে।
২. কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন না
ইউটিউব এর কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা কন্টেন্ট যেমন- হেট স্পিচ, হ্যারাসমেন্ট বা বিপজ্জনক চ্যালেঞ্জ পোস্ট করলে স্ট্রাইক খেতে হবে। বারবার এমন স্ট্রাইক পেলে চ্যানেল বন্ধ হবে।
৩. ভুল তথ্য এবং স্প্যাম কন্টেন্ট এড়িয়ে চলুন
স্প্যামি, প্রতারণামূলক, বা ভুল তথ্য প্রচারকারী কন্টেন্ট আপলোড করলে ইউটিউব আপনার চ্যানেলকে ব্লক করতে পারে।
৪. অন্যের মতো দেখতে চ্যানেল তৈরি করবেন না
অন্যের চ্যানেলের সাথে মিলে যায় এমন চ্যানেল তৈরি করলেও ইউটিউব সেটি বন্ধ করে দিতে পারে।
৫. শিশুরক্ষা আইন মেনে চলুন
শিশুদের জন্য বিপজ্জনক বা অনুপযুক্ত কন্টেন্ট আপলোড করলে তাৎক্ষণিকভাবে চ্যানেল ব্লক হতে পারে।
৬. ক্ষতিকর কাজের প্রচার করবেন না
মাদক, নিজের ক্ষতি করা, বা বিপজ্জনক কাজের প্রচার করলে চ্যানেল পুরোপুরি নিষিদ্ধ হতে পারে।
সতর্কতার বার্তা
ইউটিউব আপনার আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলে এই নিয়মগুলো মেনে চলুন এবং সতর্ক থাকুন। নিজের চ্যানেল সুরক্ষিত রাখার জন্য নিয়মিত ইউটিউবএর আপডেটেড পলিসি চেক করুন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন