অনেকেই জানেন না তাদের পৈতৃক সম্পত্তি কোথায় আছে কিংবা কতটুকু জমি রয়েছে। কেউ কেউ হয়তো জানেন, কিন্তু নিয়মিত যাতায়াত না থাকায় তা অন্যের দখলে চলে যাচ্ছে—এমন ঘটনাও বিরল নয়। বিশেষ করে যারা শহরে জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন, তাদের জন্য গ্রামে জমির খোঁজখবর রাখা বেশ কষ্টসাধ্য।
এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার চালু করেছে ই-পর্চা (e-porcha) নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ঘরে বসেই জানা যাবে বাবা, দাদা, এমনকি নানা বা নানীর নামেও কোথায় কতটুকু জমি রয়েছে। মাত্র দুই থেকে পাঁচ মিনিটেই মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে এই তথ্য জানা সম্ভব।
অনেকেই অবাক হবেন—এতদিন ধরে জমির তথ্য জানতে ভূমি অফিসে যেতে হতো, এখন সেটা সম্ভব হচ্ছে ঘরে বসেই। এমনকি আপনি চাইলে সেখান থেকে সার্টিফায়েড কপির জন্যও আবেদন করতে পারবেন।
জমির তথ্য জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে www.eporcha.gov.bd ওয়েবসাইটে।
এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:—
গুগলে গিয়ে লিখুন ‘e-porcha’ এবং প্রথমে যে ওয়েবসাইট আসবে, সেটিতে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘খতিয়ান অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজার নাম নির্বাচন করতে হবে।
এরপর সিলেক্ট করতে হবে আপনার প্রয়োজনীয় CS, SA, RS, BS পর্চার ধরন। আপনি একসঙ্গে সবগুলো নির্বাচন করতে পারবেন না, তাই একবারে একটি করে নির্বাচন করতে হবে।
মৌজার নাম দেওয়ার পর, আপনি খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম অনুযায়ী অনুসন্ধান করতে পারবেন। চাইলে দাদা, বাবা, স্বামী, ভাই বা মামার নাম দিয়েও খোঁজ করা যাবে।
এরপর ক্যাপচা কোড সঠিকভাবে দিয়ে ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন সংশ্লিষ্ট জমির খতিয়ান তথ্য।
এই ডিজিটাল সেবা নাগরিকদের জন্য অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই পাওয়া যাচ্ছে জমির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য।
সরকার ইতোমধ্যে দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার লক্ষ্যে অনেক প্রকল্প গ্রহণ করেছে। এই e-porcha.gov.bd ওয়েবসাইট তারই অংশ, যা নাগরিকদের জমিজমা সংক্রান্ত হয়রানি ও দুর্নীতি হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাই আপনি যদি এখনো না জেনে থাকেন আপনার পূর্বপুরুষদের নামে কোথায় কতটুকু জমি আছে, তবে দেরি না করে আজই ঢুঁ মারুন e-porcha ওয়েবসাইটে। ঘরে বসেই জানতে পারবেন—আপনার সম্পদের প্রকৃত চিত্র।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন