ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৬:২০ পিএম
ছবি- সংগৃহীত

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। দেশের যেকোনো বাংলালিংক সেন্টারে গিয়ে মাত্র ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে গ্রাহকরা স্মার্টফোন কিনতে পারবেন। 

বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ‘পামপে’ নামক একটি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় তারা এই উদ্যোগ নিয়েছে। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্চ মাসের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন প্রায় ১১ কোটি ৬২ লাখ গ্রাহক। ফলে প্রায় সাত কোটি মানুষ এখনো ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত। 

এ পরিস্থিতিতে দেশের ‘স্মার্টফোন প্যানিট্রেশন’ বাড়াতে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছিল। সেই ধারাবাহিকতায় বাংলালিংকের নতুন এই অফার ডিজিটাল অন্তর্ভুক্তির পথকে আরও প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ‘স্মার্টফোন অন ইনস্টলমেন্ট’ অফারের আওতায় গ্রাহকরা আইটেল, টেকনো এবং ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে কিনতে পারবেন। এর জন্য পামপে অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। যা সর্বোচ্চ ৩০ মিনিটে প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। বাকি মূল্য ৯ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধ করা যাবে।

অফারের আওতায় স্মার্টফোন কিনলে গ্রাহকরা তিন মাসের জন্য ১৮ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা। পাশাপাশি অরেঞ্জ ক্লাবের গোল্ড টিয়ারে স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড হবেন এবং মাইবিএল অ্যাপ ব্যবহার করে ১৫০ শতাংশ পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, আমরা চাই ফোরজি স্মার্টফোন দেশের সব স্তরের মানুষের জন্য সহজলভ্য হোক। বিশেষ করে যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত। তাদের জন্য এ উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে। 

এ প্রকল্পে পামপে ছাড়াও জেনেক্স এবং আইস্মার্টুর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব রয়েছে বাংলালিংকের।