ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বেশকিছু পুরোনো মডেলের মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এর আগে, মে মাসে হোয়াটসঅ্যাপ থেকে পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হলেও পরে তা জুনে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (৩১ মে) মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুন ২০২৫ থেকে অ্যানড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সন ও আইওএস ১৫ এবং তার নিচের ভার্সন ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
আপনার শখের মুঠোফোনটি এই তালিকায় নেই তো?
যেসব মডেলে মোবাইলে আর চলবে না হোয়াটসঅ্যাপ-
আইফোন ৫এ
আইফোন ৬
আইফোন ৬ প্লাস
আইফোন ৬এস
আইফোন ৬এস প্লাস
আইফোন এসই (ফার্স্ট জেনারেশন)
স্যামসাং গ্যালাক্সি এস৪
স্যামসাং গ্যালাক্সি নোট ৩
সনি এক্সপেরিয়া জেড১
এলজি জি২
হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬
মোটো জি (প্রথম প্রজন্ম)
মটোরোলা 
মোটো ই (২০১৪)
তবে ফোন বদলানোর আগে অবশ্যই দেখে নিন সফটওয়্যার আপডেটের কোনো অপশন রয়েছে কি না। যদি থাকে, তবে আইওএস ১৫.১ বা অ্যান্ড্রয়েড ৫.১ ও তার ওপরের ভার্সন আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষিত ডেটা রাখতে ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার আপডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপের আপডেট চালানো হয়। অন্যদিকে, যেসব ফোনে এই আপডেট আর পাওয়া যাচ্ছে না, সেসব ফোনে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন