রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। সাইবার নিরাপত্তা ও করপোরেট তথ্য সুরক্ষা নিশ্চিত করতে কর্মীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিমানের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগ এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিমানের করপোরেট নেটওয়ার্ক ও গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার সীমিত করা হচ্ছে। দাপ্তরিক যোগাযোগের জন্য এখন থেকে মাইক্রোসফট টিমস ব্যবহার করতে হবে। এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, নিরাপদ এবং পেশাগত প্ল্যাটফর্ম।’
বিমানের পক্ষ থেকে আরও বলা হয়, ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই মাইক্রোসফট টিমসে অ্যাকাউন্ট খোলা যায়। এতে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ডকুমেন্ট শেয়ারিংসহ বিভিন্ন করপোরেট সুবিধা পাওয়া যায়, যা অফিসিয়াল যোগাযোগকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করে তোলে।
বিজ্ঞপ্তিতে আরও যুক্ত করা হয়, ‘বিশ্বের বহু নামী প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপকে অফিসিয়াল যোগাযোগ থেকে সরিয়ে দিয়েছে। এটি একটি থার্ড-পার্টি অ্যাপ এবং এর নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় তথ্য ফাঁসের ঝুঁকি থাকে।’
বিমানের এই সিদ্ধান্তকে দেশের করপোরেট জগতে ডেটা সিকিউরিটি সচেতনতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন