একজন গ্রাহক এক নামে ১০টির বেশি সিম সংগ্রহ করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বর্তমানে একজন গ্রাহক এক নামে ১৫টি সিম রাখতে পারেন। তবে ১৫ আগস্টের পর ১০টির বেশি যাদের সিম রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে।
গত ৩০ জুন বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে এক নামে ১০টি সিম রাখার বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত হয়েছে। এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দেওয়া হবে।
বিটিআরসি জানিয়েছে, অতিরিক্ত সিম ব্যবহারে নানা রকম প্রতারণা, চাঁদাবাজি, হুমকি, ব্ল্যাকমেইল, অপহরণসহ বিভিন্ন অপরাধ করছে বিভিন্ন চক্র। এসব অপরাধ ঠেকাতেই সিম কমানোর সিন্ধান্ত নিয়েছে সরকার।
বিটিআরসির তথ্যমতে, নতুন নির্দেশনা বাস্তবায়ন হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। তবে গ্রাহকদের অপশন দেওয়া হবে তারা কোন ১০টি সিম অ্যাকটিভ রাখতে চান।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন