ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ১৩ সেপ্টেম্বর থেকে কমিউনিটি গাইডলাইন-এ বড় পরিবর্তন আনছে।
টিকটকের গ্লোবাল হেড অব ট্রাস্ট অ্যান্ড সেফটি সন্দীপ গ্রোভার এক ব্লগ বার্তায় জানিয়েছেন, ভ্রান্ত তথ্য বা মিথ্যা প্রচার রোধের জন্য নতুন নিয়ম চালু করা হবে।
একই সঙ্গে বুলিং ও অনলাইন হয়রানি সম্পর্কিত নীতিও আরও স্পষ্ট করা হচ্ছে। নতুন নীতিমালার মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য নীতি সহজ, পরিষ্কার ও ব্যবহারবান্ধব করা।
এর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো:
জরুরি পরিস্থিতি বা নাগরিক ঘটনা: এখন থেকে এ ধরনের ভিডিও যাচাইয়ের আগে ‘ফর ইউ ফিড’-এ দেখানো যাবে না।
লাইভ সম্প্রচার: লাইভ চলাকালীন যে কোনো ঘটনার দায়ভার সম্পূর্ণভাবে ভিডিও নির্মাতার। তৃতীয় পক্ষের টুল যেমন ভয়েস–টু–টেক্সট ব্যবহার করেও ক্ষতিকর মন্তব্যের দায় এড়ানো যাবে না।
কনটেন্ট মডারেশন: নিরাপত্তা, মানসিক ও আচরণগত স্বাস্থ্য, সংবেদনশীল বিষয়, সততা, বাণিজ্যিক কার্যক্রম ও গোপনীয়তা এখন প্রাধান্য পাবে।
দুশ্চিন্তা বা ভয় ছড়ানো ভিডিও: ব্যবহারকারীর রিকমেন্ডেশন ফিডে দেখানো হবে না।
মন্তব্য নীতি: অশ্লীল বা আক্রমণাত্মক ভাষা থাকলে স্বয়ংক্রিয়ভাবে সার্চের নিচের দিকে সরিয়ে দেওয়া হবে।
গ্রোভার জানিয়েছেন, এই নীতিমালা প্রণয়নের সময় নির্মাতা, বিশেষজ্ঞ ও আঞ্চলিক পরামর্শক কাউন্সিলের সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় করা হয়েছে। নতুন নীতিমালা কার্যকর করতে মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।