বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির ‘ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
* স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* অ্যাকাউন্টিং, ফিন্যান্স অথবা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
আবেদনের বয়স: সর্বোচ্চ ৫০ বছর হতে হবে
অভিজ্ঞতা: ন্যূনতম পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: কেন্দ্রীয় প্রকল্প অফিস, খুলনা।
বেতন: ৫৫,০০০–৬০,৫০০ টাকা। সঙ্গে প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
চাকরির আরও প্রয়োজনীয় বিষয়
* প্রকল্পের আর্থিক কার্যক্রম ব্যয় ট্রেকিং ও আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা ইত্যাদি বিষয়ে ন্যূনতম তিন বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
* সরকারি নীতিমালাবিষয়ক সর্ম্পকে জ্ঞান থাকতে হবে।
* সংশ্লিষ্ট কাজে ও সমমানের পদে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
* আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
* বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
* কর্মস্থলে সক্রিয় ও জেন্ডার সংবেদনশীল হতে হবে।
* কম্পিউটারে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পারদর্শী এবং মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) পরিচালনা ও ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদান-প্রদান ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
চাকরির দায়িত্ব
* প্রকল্প পরিকল্পনা অনুযায়ী বাজেট প্রণয়ন, ফান্ড বিতরণ ও সে মোতাবেক বাস্তবায়ন করা।
* সংস্থার আর্থিক ও প্রশাসনিক নীতিমালা মোতাবেক যথাযথভাবে প্রকল্পের দৈনন্দিন আর্থিক লেনদেন ও প্রয়োজনীয় ক্রয়সম্পন্ন করা এবং সে মোতাবেক যথাযথ নথি প্রস্তত, যাচাই ও সংরক্ষণ নিশ্চিত করা। প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনার সব ক্ষেত্রে প্রকল্প সমন্বয়কারীকে সহযোগিতা করা।
* নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম মনিটরিং, সমন্বয় ও সম্পাদন করা।
* প্রকল্পের মাসিক, ত্রৈমাসিক, বার্ষিকসহ প্রয়োজনীয় সব আর্থিক প্রতিবেদন প্রস্তত করা।
* দাতা সংস্থার নিকট আর্থিক চাহিদা প্রেরণে প্রয়োজনীয় ভূমিকা পালন ও নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
* প্রকল্পের উপজেলা, জেলা পর্যায় কর্মকর্তা, সংস্থার প্রধান কার্যালয়সহ প্রকল্প–সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
* প্রকল্পের কর্মকর্তা–কর্মীদের ব্যক্তিগত ফাইল, ছুটি–সংশ্লিষ্ট সব প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় করা।
* প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মীদের পারফরমেন্স মূল্যায়নে প্রকল্প সমন্বয়কারীকে সহায়তা করা।
* প্রকল্পের ব্যয় যাচাই, নিয়ন্ত্রণসহ সরকারি নীতি মোতাবেক ভ্যাট-ট্যাক্স কর্তন ও সরকারি কোষাগারে জমা করা।
* সংস্থা, দাতা সংস্থা ও বিভিন্ন কর্তৃপক্ষের আর্থিক মনিটিরিং ও নিরীক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় নথি, তথ্য সরবরাহসহ সহযোগিতা প্রদান করা।
* সুপারভাইজার কর্তৃক নির্দেশিত প্রকল্পর অন্যান্য কাজ বাস্তবায়ন ও সহায়তা করা।
আবেদন করার নিয়মাবলি
খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র এবং আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞাপনে উল্লিখিত প্রয়োজনীয় তথ্যাবলি না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। জীবনবৃত্তান্তের সঙ্গে অবশ্যই ছবি থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক জীবনবৃত্তান্তসহ (যোগাযোগ নম্বরসহ) আবেদনপত্র, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ২২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে।
লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস/ই-মেইল/পত্রের মাধ্যমে যথাসময়ে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নারী প্রার্থীদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন