বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য হিসেবে দেশসেবার অনন্য সুযোগ! ২০২৫ সালে সব জেলার প্রার্থীদের জন্য সুযোগ এসেছে সিপাহি (জেনারেল ডিউটি) পদে যোগ দেওয়ার।
এসএসসি ও এইচএসসি পাস যেকোনো তরুণ-তরুণী, যাদের শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা আবেদন করতে পারবেন এই পদে।
সরকার নির্ধারিত বেতন স্কেল, বাসস্থান, রেশন, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আবেদনকৃত জেলা: সব জেলা
আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৫
আসন সংখ্যা: নির্ধারিত নয়
বেতন স্কেল: ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
অতিরিক্ত সুবিধা: রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য ভাতা (বিধি মোতাবেক)
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/সমমান: ন্যূনতম GPA ৩.০০
এইচএসসি/সমমান: ন্যূনতম GPA ২.৫০
বয়সসীমা (০৫ অক্টোবর ২০২৫ তারিখে)
১৮ থেকে ২৩ বছর
জন্মতারিখ হতে হবে: ০৬ অক্টোবর ২০০২ থেকে ০৫ অক্টোবর ২০০৭ এর মধ্যে
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।