ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

প্রাথমিকে আসছে বিশাল নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১১:১২ পিএম
ছবি - সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে চলতি সপ্তাহেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান শনিবার কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় জানান, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগ দিতে আর কোনো আইনগত জটিলতা নেই, কেবল নিয়োগবিধির কিছু সংশোধনী অনুমোদনের অপেক্ষায় আছে।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী চলতি আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা গেলে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা সম্ভব হবে। এতে শিক্ষক সংকট অনেকটাই কমবে।

মতবিনিময় সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার অভিযোগ করেন, দেশের অনেক হাওর, চর ও প্রত্যন্ত এলাকায় শিক্ষকরা থাকতে চান না। তারা বিভিন্ন তদবিরের মাধ্যমে শহরে বদলি নেওয়ার চেষ্টা করেন। এ প্রবণতা বদলি-তদবিরের চাপ বাড়িয়ে শিক্ষক সংকটকে আরও জটিল করছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বড় প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।