বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে আশিক মিয়া নামে এক শ্রমিককে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৬৫ জনের নাম রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে মামলার আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়।
এ সময় গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক আশিক মিয়া। নিহতের মা কুলসুম বেগম ২২ আগস্ট সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, রিমান্ডের মাধ্যমে এই হত্যা মামলার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। আজ সকালে কঠোর নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন