জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানো মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
রোববার (২৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যা মামলায় আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত কাজ শেষ হয়েছে। এটিই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। ঈদের পরপরই শেষ হবে সেগুলো। এই প্রতিবেদনগুলো আসার পরপরই আনুষ্ঠানিক যে অভিযোগ তা আমরা দাখিল করবো। এরপরই শুরু হবে বিচার।
প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ সপ্তাহে এই মামলায় ঢাকা-১৯ আসনের এমপি সাইফুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন তাজুল ইসলাম। ৫ আগস্ট ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে মরদেহ পুড়িয়ে দেয়া হয়েছিল, শুনানি শেষে এমনটাই বলেছিলেন তিনি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন