প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘সবকিছু বিবেচনা করে বিচার বিভাগের জন্য ১২ দফা সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা রয়েছে। বিচারব্যবস্থার জন্য আমাদের সব থেকে বড় দাবি একটি স্বাধীন সচিবালয়। এটি সমষ্টিগত বিষয়, তাই সবার এখানে এগিয়ে আসতে হবে।’
রবিবার ( ১৩ এপ্রিল) সকালে তিনি খুলনা জজকোর্ট প্রাঙ্গণে বিচারপ্রাথীদের জন্য স্থাপিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব কথা বলেন।
তিনি আরো জানান, সংস্কার কার্যক্রমের বেশ কিছু অর্জনও হয়েছে। জেলা পর্যায়ে হেল্পলাইন শুরু করা হয়েছে।
এ ছাড়া সংস্কারকাজ টেকসই করার জন্য কারা দায়িত্ব নেবেন, তা দেখতেই সারা দেশে যাওয়া হচ্ছে। এ সময় তিনি বর্তমান বিচারব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে বলেও উল্লেখ করেন। এজন্য সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি।
পরে তিনি খুলনার আদালত চত্বরে বৃক্ষ রোপণ করেন এবং বিভিন্ন আদালত পরিদর্শন করেন।
এ সময় খুলনার বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার দুপুরে খুলনার সিটি ইন হোটেলের সম্মেলনকক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান বিচারপতি। এ সময় তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন