বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বনানী থানা এলাকায় মো. শাহজাহান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৩ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ নির্দেশ দেন। এর আগে, তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে আবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২২ বছর বয়সি তরুণ মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভার এলাকায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চার দিন পর, ২৪ জুলাই, চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান। ঘটনার প্রায় পাঁচ মাস পর গত বছরের ১৮ ডিসেম্বর শাহজাহানের মা সাজেদা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আনিসুল হক ও হাসানুল হক ইনুকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন