ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৪:০৪ পিএম
সালমান-আনিসুল-পলক। ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার তিনটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। 

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখান। তথ্যটি নিশ্চিত করেছেন সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

গ্রেপ্তার দেখানো মামলার বিবরণ

রাসেল মিয়া হত্যা মামলা: তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন আনিসুল, সালমান, পলক ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জানুয়ারি আন্দোলনে অংশ নেওয়ার সময় আসামিদের ছোড়া গুলিতে রাসেল মিয়া আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী আকলিমা আক্তার।

ইমরান হাসান হত্যা মামলা: অভিযোগে বলা হয়, ৫ আগস্ট আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ছাত্র ইমরান হাসান নিহত হন। নিহতের মা কোহিনুর আক্তার ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রীসহ ২৯৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলা: অভিযোগে বলা হয়, ৭ জুলাই রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়ার সময় আসামিদের গুলিতে মেহেদী হাসান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলাটি দায়ের করেন বাদী মো. নাদিম, যেখানে সাবেক প্রধানমন্ত্রীসহ ৯৪ জনকে আসামি করা হয়েছে।