বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৩৬ এএম

স্বর্ণের গহনা সবসময় ঝকঝকে রাখতে করণীয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৩৬ এএম

স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

স্বর্ণের গহনা শুধু অলংকার নয়, অনেকের জন্য তা আবেগ, স্মৃতি এবং দীর্ঘমেয়াদি সম্পদও। তবে নিয়মিত ব্যবহার, ঘাম, ধুলো–বালি কিংবা সঠিক সংরক্ষণের অভাবে স্বর্ণের উজ্জ্বলতা কমে যেতে পারে। একটু যত্ন নিলে বহু বছর ধরেই গহনা নতুনের মতো ঝলমল করবে।

নিচে বিশেষজ্ঞদের মতামত ও দৈনন্দিন যত্ন, সব মিলিয়ে তুলে ধরা হলো স্বর্ণের গহনার যত্ন ও সংরক্ষণের সহজ-ব্যবহারিক টিপস।

ব্যবহারের আগে ও পরে যা করবেন

১. গহনার ওপর প্রসাধনী লাগতে দেবেন না

ক্রিম, লোশন, পারফিউম বা হেয়ারস্প্রে—এসবের রাসায়নিক গহনার রঙ নষ্ট করে। তাই সাজগোজ শেষে গহনা পরাই ভালো।

২. ব্যবহারের পর নরম কাপড়ে মুছে রাখুন

ঘাম স্বর্ণের উজ্জ্বলতা কমাতে পারে। তাই বাইরে থেকে এসে বা দীর্ঘক্ষণ ব্যবহারের পর গহনা নরম, শুকনো কাপড়ে মুছে পরিষ্কার রাখুন।

বাড়িতে নিরাপদ পরিষ্কার পদ্ধতি

১. কুসুম গরম পানিতে মৃদু সাবান

  • এক বাটিতে কুসুম গরম পানি ও কয়েক ফোঁটা হালকা লিকুইড সাবান মিশিয়ে নিন।
  • গহনা কয়েক মিনিট ভিজিয়ে রেখে নরম টুথব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করুন।
  • তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নরম কাপড়ে মুছে শুকিয়ে ফেলুন।

২. শক্ত ব্রাশ বা টুথপেস্ট নয়

অনেকেই টুথপেস্ট দিয়ে গহনা পরিষ্কার করেন—এটি ভুল। এতে মেটালের ওপর ছোট ছোট স্ক্র্যাচ পড়ে যায়।

৩. হীরার বা রত্নখচিত স্বর্ণের ক্ষেত্রে সতর্কতা

রঙিন পাথর বা ওপালের মতো সংবেদনশীল রত্নের গহনা কখনো গরম পানিতে ফেলবেন না।
বাড়িতে পরিষ্কার করতে চাইলে শুধু নরম কাপড় ব্যবহার করাই নিরাপদ।

সংরক্ষণে বাড়তি সতর্কতা

১. প্রতিটি গহনা আলাদা পাউচ বা বক্সে রাখুন

  • স্বর্ণের সঙ্গে অন্য ধাতব গহনা রাখলে ঘষাঘষি হয়ে স্ক্র্যাচ পড়ে।
  • সম্ভব হলে প্রতিটি গহনা আলাদা সফট পাউচে রাখুন।

২. ভাঁজ করা কাপড় বা ভেলভেট লাইনার ব্যবহার করতে পারেন

বিশেষ করে হালকা চেইন বা নেকলেসে জট বাঁধার ঝুঁকি থাকে। সেগুলো আলাদা জায়গায় সমতলভাবে রাখুন।

৩. আর্দ্রতা থেকে দূরে রাখুন

  • বাথরুম, রান্নাঘর বা বেশি আর্দ্র জায়গায় গহনার বক্স রাখবেন না।
  • আর্দ্রতা স্বর্ণের উজ্জ্বলতা কমিয়ে দেয় এবং রত্নের ক্ষতি করতে পারে।

কখন পেশাদার সাহায্য নেবেন

  • গহনার ক্ল্যাপস ঢিলা হয়ে গেলে
  • রত্নের সেটিং নড়বড়ে হলে
  • দীর্ঘদিন ব্যবহার করা পুরনো গহনা নতুনের মতো পালিশ করাতে চাইলে

স্বর্ণের দোকানে পেশাদারভাবে পালিশ করালে আবার আগের মতো উজ্জ্বলতা ফিরে আসে।

গহনা ব্যবহারের সময় যা এড়িয়ে চলবেন

  • সাঁতার কাটার সময় ক্লোরিনযুক্ত পানিতে
  • ভারী শারীরিক পরিশ্রমের সময়
  • বাসন ধোয়া, ডিটারজেন্ট ব্যবহার বা ঘর পরিষ্কারের কাজ
  • মশলা বা রঙিন খাবার হাতে মাখামাখি থাকা অবস্থায়
  • এসব অবস্থায় গহনা পরলে দ্রুত কালচে হয়ে যায়।

স্বর্ণের গহনার যত্নে শেষ পরামর্শ

স্বর্ণ এমন একটি ধাতু, যা সময়ের সঙ্গে মূল্য ধরে রাখে। তাই নিয়মিত সামান্য যত্নই গহনাকে সুরক্ষিত ও নতুনের মতো রাখার মূল চাবিকাঠি। আলাদা করে সংরক্ষণ, নিয়মিত পরিষ্কার আর ব্যবহারবিধিতে সচেতনতা—এই কয়েকটুকু যত্নই যথেষ্ট।

চাইলে পরিবারের পুরোনো গহনাও যথাযথ যত্নে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখা সম্ভব।

রূপালী বাংলাদেশ

Link copied!