ঢাকা: সদ্যপদত্যাগ করেছে ক্ষমাতামিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার পদত্যাগের পর এবার আলো জ্বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে। দলে দলে বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা। কার্যালয়ে আসতে শুরু করছেন সর্বস্তরের নেতাকর্মীরা।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে এমন চিত্র দেখা গেছে।
এ সময় বিক্ষোভকারীরা সাবেক ডিবি প্রধান হারুন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাবেক সরকারপ্রধান শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ব্যাঙ্গাত্বক স্লোগান দিতে থাকেন। এছাড়া বিএপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নামে বিজয় মিছিল করতে থাকেন তারা।
আরবি/জেআই