ঢাকা: রাজধানী ঢাকার যানজট নিরসনে স্থায়ী সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুইজন শহর ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা ডিএমপিকে ঢাকা শহরের ২ কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য বলেন। তিনি বলেন, আমাদের ঢাকার যানজট কমাতে হবে। আমাদের এখনই একটি সমাধান খুঁজে বের করতে হবে।
বৈঠকে বুয়েটের পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, ঢাকা শহরে ট্রাফিক জ্যামের কারণে প্রতি বছর অন্তত ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হয়। 
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) নাজমুল হাসান বলেন, গত কয়েক সপ্তাহে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ার পর যানজট পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ ট্রাফিক বিভাগে পূর্ণ লোকবল নিয়ে কাজে নামা সম্ভব হবে। 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন