বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ভারতীয় কোস্টগার্ড ৭৯ জন জেলে-নাবিকসহ দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে। জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। ঘটনাটি সোমবার (৯ ডিসেম্বর) খুলনা অঞ্চলের সাগরে মাছ ধরার সময় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর।
সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, জাহাজ দুটির মালিকপক্ষ তাদের চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এফভি মেঘনা-৫-এ ৩৭ জন এবং এফভি লায়লা-২-এ ৪২ জন নাবিক ও জেলে ছিলেন। তবে, জাহাজ দুটি ভারতীয় কোস্টগার্ড কেন ধরে নিয়ে গেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম বলেছেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 
                            -20241209192026.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন