সড়কের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতামূলক এই কর্মসূচির আয়োজন করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা।
এসময় সড়ক পরিবহন বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক বলেন, রাস্তায় ফিটনসবিহীন কোনো গাড়ি চলতে দেয়া হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ফিটনসবিহীন গাড়ি রাস্তায় নামলেই ডাম্পিং করা হবে বলেও জানান সড়ক সচিব।
সড়কে শৃঙ্খলা ফেরাতে চুক্তিভিত্তিক বাস চলাচল বন্ধের পদক্ষেপ নেয়া হয়েছে। মালিকরা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে শ্রমিক ফেডারেশনের নেতারা বলেছে, নিয়োগপত্র না পেলে আন্দোলনে যাবে পরিবহন শ্রমিকরা। আর মালিক সমিতি বলেছে, নিয়োগপত্র দিতে আপত্তি নেই মালিকদের তবে বিধি সংশোধনের দাবী তাদের।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন