বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) এ ক্ষমতার মেয়াদ ৬০ দিন বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, গত ১৫ নভেম্বর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ৬০ দিন বাড়ানো হয়েছিল, এবং সেই মেয়াদ আগামী সোমবার (১৩ জানুয়ারি) শেষ হওয়ার কথা ছিল।
মেয়াদ বাড়ানোর আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারার আওতায় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা অর্পণ করা হয়েছে। এ ক্ষমতা আগামী ১৪ জানুয়ারি থেকে ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে এবং সারাদেশে এটি প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এসব কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮’ এর বিভিন্ন ধারার অপরাধসমূহ বিবেচনায় নেবেন। এর মধ্যে রয়েছে ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ।
প্রসঙ্গত, প্রথমে গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল। পরে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধন করে সেনাবাহিনী ছাড়াও বিমান ও নৌবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদেরও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়।
এ ক্ষমতা বাড়ানোর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোটা সংস্কার আন্দোলনের পর পরিস্থিতি শান্ত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন