সীমান্তে রক্ত ঝরবে, তবুও ওপার থেকে কাউকে এখানে আসতে দেবো না— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, সীমান্ত নিয়ে বিগত সরকার কোনো কথা বলেনি, তাই কোনো উত্তেজনা ছিল না। আমরা সীমান্তের নিরাপত্তা ইস্যুতে পদক্ষেপ নিচ্ছি। জনগণ পাশে আছে। আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে। আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। তবুও ওপার থেকে কাউকে এখানে আসতে দেবো না।
রোববার (১৯ জানুয়ারি) সকালে বিসিএস ও জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথার পাশাপাশি তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। পূর্বে ভারতকে ছাড় দেয়া হলেও এখন আইনত যা পাওয়া যাবে তা আদায় করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামীতে সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে এবং সেখান থেকে সমাধান উঠে আসবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের অন্যতম সমস্যা দুর্নীতি এবং এ বিষয়ে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
এছাড়া ভূমি নিয়ে জটিলতার উল্লেখ করে তিনি বলেন, ভূমি সুরক্ষা আইন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সময়ের দাবি। কৃষি জমির ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন