ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্টদের দোসর ছিল বলে বিএনপি যে ঘোষণা দিয়েছে সেটা ভুল তথ্য বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। অবিলম্বে বিএনপিকে তাদের এই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি এও বলেছেন, বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে, তা আমি জানি না। ইদানীং বিএনপির বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের কোনো মিল নাই।’
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা ও নগর সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও আওয়ামী লীগের অধীনে বিতর্কিত কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং কখনোই ফ্যাসিস্টদের দোসর ছিল না’।
বিএনপির দেওয়া তথ্য ভুল দাবি করে ফয়জুল করীম বলেন, ‘বিএনপি বর্তমানে যে বক্তব্য দিচ্ছে কেন দিচ্ছে তাদের কাছে প্রশ্ন। কেউ যদি মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্টদের দোসর ছিল এটা তথ্যের ভুল। বক্তব্যটা দ্বিতীয়বার পর্যালোচনা করার দাবি রাখি’।
হুঁশিয়ারি দিয়ে ফয়জুল করীম বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতেই আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে পারতেছেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায় নাই। হাসপাতাল থেকে হাজারও রোগী এখনও বের হতে পারে নাই, এর মধ্যে সমস্ত অবদান ভুলে গেছেন? বাংলাদেশের জনগণ নিমক হারামদের পছন্দ করে না। করবে না, করতে পারে না। এজন্য সতর্ক হোন। যদি আপনি আপনার বক্তব্য সঠিক ভাবে প্রদান না করেন তাহলে ভবিষ্যতে আপনাদের কি হয় আমি জানি না। বাংলাদেশের মানুষ কোনো জালেমকে ক্ষমা করে না এবং করবে না’।
এছাড়া চরমোনাইয়ের কাছে জামায়াতের আমিরের যাওয়ার বিষয়ে প্রশ্ন নিয়ে ফয়জুল করীম বলেন, ‘তিনি বরিশালে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। যেহেতু কাছে তাই তিনি গিয়েছিলেন। এটা তার অফিসিয়াল কোনো প্রোগ্রাম ছিল না। সৌজন্য সাক্ষাৎ করতে চরমোনাইয়ের কাছে জামায়াতের আমিরের গিয়েছিলেন। আমরা যতোটুকু আতিথেয়তা করা প্রয়োজন ততোটুকু করেছি। সেখানে রাজনৈতিক বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাও হয়নি’।
‘সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। মানুষ যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। আবারও দখলবাজি, চাঁদাবাজি ও কালো টাকার ছড়াছড়ি হবে’, নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বলেন ফয়জুল করীম।
ইসলামী দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার জন্য সবার সঙ্গে ঐক্য করতে রাজি। ইসলামী সব দল মিলে একটা বাক্স দিতে পারলে দেশের ৯২ শতাংশ মুসলমানসহ সব ধর্মের মানুষের ভোট ইসলামী দলের পক্ষেই যাবে’।
ভ্যাট, ট্যাক্স না বাড়িয়ে তা কমানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুফতি ফয়জুল করীম।
‘আপনারা ঘুষ, চুরি ও ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করেন। তাহলে দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে। রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ বাড়ান তাহলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে`, বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

 
                            -20250125160642.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন