আখেরি মোনাজাতে অংশগ্রহণ শেষে লাখো মানুষ বাড়ির পথ ধরলে সড়ক ও রেলপথে যেন জনস্রোত নামে। মানুষের ভিড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দু’একটি বাস এলেও ভিড়ের কারণে সেগুলোতে ওঠার উপায় নেই। এমন অবস্থায় মুসল্লি ও অফিসগামীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
তারা জানান, কোনো বাস নেই রাস্তায়। যদি একটা বাসও আসে তাতে ওঠার মতো অবস্থা নেই। একই চিত্র দেখা যায় টঙ্গী রেলস্টেশনেও। কানায় কানায় পূর্ণ গোটা স্টেশন। আবার বাড়ি ফেরার তাগিদে ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, ট্রাকে করেও বাড়ির পথে রওনা দেন অনেক মুসল্লি।
অনেকে আবার বাধ্য হয়ে পায়ের ওপর ভরসা করে রওনা হয় ঘরের পথে। গণপরিবহনের সংকট মানুষের ভোগান্তি আরও বাড়ায়। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া নেয়ার অভিযোগও পাওয়া গেছে। শুধু ইজতেমা ময়দানের আশপাশ নয়, সকালে যানবাহনের সংকট ছিলো রাজধানীর অন্য অনেক এলাকাতেও।

 
                            -20250202054000.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন