আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে।
সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর পূজা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ভক্তবৃন্দ, বিশেষত শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে।
সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে। ইতোমধ্যে পূজার সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
ঢাকার বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও ঢাকার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিশাল এই মাঠজুড়ে সরস্বতী পূজা এক আনন্দঘন উৎসবে পরিণত হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন