ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

সংবাদ সম্মেলন ডাকলেন হাসনাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র-তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য জনমত সংগ্রহের উদ্দেশ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংগঠনটির নেতা হাসনাত আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে (রুপায়ন ট্রেড সেন্টার, ২য় তলা) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

তিনি লেখেন,

"প্রেস ইনভাইটেশন"

"আপনার চোখে নতুন বাংলাদেশ"

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলন।

তারিখ: ৫ ফেব্রুয়ারী, বুধবার।
সময়ঃ দুপুর ১২ টায় 
স্থানঃ কেন্দ্রীয় কার্যালয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (রুপায়ন ট্রেড সেন্টার, ২য় তলা)