ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

‘৭২-এর সংবিধানের অপ্রয়োগ করেছে আ.লীগ: প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৫:৫০ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ১৯৭২ সালের সংবিধানের অপ্রয়োগ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা  বলেন, ‘গত ১৬ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল, যারা নিজেদের স্বার্থে সংবিধানকে একাধিকবার পরিবর্তন করেছে। তারা জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার এবং ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকেছে। প্রতিবারই জনগণের ইচ্ছাকে পদদলিত করে একটি ভোটবিহীন সরকার প্রতিষ্ঠিত করেছে, যার মাধ্যমে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।’ 

এর আগে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠান মঞ্চে পৌঁছেছেন তিনি। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ (৫ আগস্ট)। 

এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতাও পড়ছেন বিড়ম্বনায়।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর পর থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তবে, বৃষ্টির মধ্যেও কেউ অনুষ্ঠানস্থল ছেড়ে যাননি। অনেকে আশপাশের ছাতার নিচে, কেউ বা আশ্রয় নিয়েছেন গাছের নিচে, আবার অনেকে বৃষ্টিতে ভিজে উপভোগ করছেন অনুষ্ঠান।