সরকারি কর্মচারীরা যদি ১৫ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর নেন, তবে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এই প্রস্তাবটি সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করবে, বিশেষ করে যারা কর্মজীবনের পথ পরিবর্তন করতে চান।
৫ ফেব্রুয়ারি, বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলন করা হয়।
প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, এই প্রতিবেদনে বলা হয়েছে যে, সরকারি কর্মচারীরা যদি ১৫ বছর চাকরি শেষে স্বেচ্ছায় অবসর নেন, তাদের পেনশনসহ সব অবসর সুবিধা দেওয়া হবে। বর্তমানে সরকারি কর্মচারীরা ২৫ বছর চাকরি শেষে স্বেচ্ছায় অবসর নিলেও পেনশনসহ সব অবসর সুবিধা পান। এছাড়া, ২৫ বছর চাকরি শেষে সরকার কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠালে তাদেরও পেনশন সুবিধা প্রদান করা হয়।
আরেকটি সুপারিশ হচ্ছে, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা "ওএসডি" (অফিসার অন স্পেশাল ডিউটি) পাঠানোর বিধান বাতিল করার প্রস্তাব। এটি কর্মচারীদের স্বেচ্ছায় অবসর গ্রহণের সুযোগ তৈরি করবে এবং তাদের চাকরি পরিবর্তন করতে আরও সুবিধা দেবে।

 
                            -20250205131040.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031183405.webp) 
        
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন