জাতিসংঘের মহাসচিব অ্যা ন্তোনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর, যেখানে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট ও মানবাধিকার ইস্যুতে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তাঁরা একসঙ্গে কক্সবাজার যাবেন, যেখানে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার কথা রয়েছে।
জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, রমজান মাসে সংহতি জানাতে গুতেরেস বাংলাদেশ সফর করছেন। প্রতি বছর তিনি মুসলিম দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশে বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
রোহিঙ্গা সংকট ও জাতিসংঘের সহযোগিতা
গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা, মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হবে। জাতিসংঘ বাংলাদেশের যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, তবে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার।
সফরের সময়সূচি
বৃহস্পতিবার:
- ঢাকায় পৌঁছাবেন জাতিসংঘ মহাসচিব
- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাঁকে স্বাগত জানাবেন
শুক্রবার:
- সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক 
- একসঙ্গে কক্সবাজার সফর ও রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
- রোহিঙ্গাদের সঙ্গে ইফতার
- রাতে ঢাকায় ফিরবেন
শনিবার:
- জাতিসংঘের ঢাকার কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময়
- গোলটেবিল বৈঠকে যুব ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা
- বিকেলে যৌথ সংবাদ সম্মেলন
- সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেওয়া ইফতার ও নৈশভোজে অংশগ্রহণ
রবিবার:
- সকালে ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘ মহাসচিব
রাখাইনের দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশের সহায়তা প্রত্যাশা
মিয়ানমারে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক সংকটের ফলে রাখাইনে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশের সহযোগিতা চেয়েছে, কারণ দুর্ভিক্ষের কারণে নতুন করে শরণার্থী প্রবাহ শুরু হতে পারে।
তবে বাংলাদেশ এখনো এ অনুরোধ ইতিবাচকভাবে দেখছে না। সরকার মনে করছে, নতুন করে সীমান্ত খুললে নিরাপত্তা ঝুঁকি বাড়বে।
- জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে,
- রাখাইনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ, অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়েছে
- মূল্যস্ফীতি ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে
আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে
জাতিসংঘ ইতোমধ্যে বাংলাদেশ হয়ে রাখাইনে সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে। একটি চালান কক্সবাজার সীমান্ত দিয়ে পাঠানো হলেও দ্বিতীয় চালান পাঠানোর অনুমতি দেয়নি বাংলাদেশ সরকার।
জাতিসংঘের দাবি, রাখাইনে দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশ যদি সহায়তা না করে, তাহলে সংকট আরও গুরুতর হতে পারে। তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
জাতিসংঘ মহাসচিবের সফর রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক সহায়তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে রাখাইনের দুর্ভিক্ষ পরিস্থিতি ও শরণার্থী সংকট বাংলাদেশকে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয়, জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে এ সফরের মাধ্যমে কী ধরনের সমঝোতা হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন