ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে শরণার্থী হিসেবে অবস্থান করছেন বাংলাদেশী প্রায় ২ হাজার ২১৭ জন নাগরিক। রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গার তাদের বিধানসভার অধিবেশনে বৃহম্পতিবার (১৩ মার্চ) এসব তথ্য জানিয়েছেন।
রাজ্যের মন্ত্রী বলেন, বর্তমানে মিজোরামে আশ্রিত অবস্থায় আছেন ৪১ হাজার ৩৫৫ জন শরণার্থী। এদের মধ্যে ৩৩ হাজার ৫০৫ জন মিয়ানমার, ৫ হাজার ৬৩৩ জন প্রতিবেশী রাজ্য মণিপুর এবং ২ হাজার ২১৭ জন বাংলাদেশ থেকে এসেছেন।
বিধানসভা অধিবেশনে বলেন কে সাপডাঙ্গা, ‘এই শরণার্থীদের সবাই নিজ নিজ এলাকায় রাজনৈতিক অস্থিরতার কারণে টিকতে না পেরে মিজোরামে এসে আশ্রয় নিয়েছেন।’
মণিপুরের যেসব বাস্তুচ্যুত মানুষজন মিজোরামে এসে আশ্রয় নিয়েছেন, তাদেরকে নিজেদের এলাকায় ফিরে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই কমিটি মণিপুরে বর্তমানে ক্ষমতাসীন রাষ্ট্রপতি শাসিত সরকারের সঙ্গে এ ইস্যুতে যোগাযোগাযোগ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
মিয়ানমার এবং বাংলাদেশি শরণার্থীদের ফেরত পাঠাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না— সে সম্পর্কে অধিবেশনে কিছু বলেননি কে সাপডাঙ্গা, তবে শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন