বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:৩৭ পিএম

পপ অব কালার অনন্যা সম্মাননা পেলেন নিশীতা মিতু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:৩৭ পিএম

পপ অব কালার অনন্যা সম্মাননা পেলেন নিশীতা মিতু

পপ অব কালার নারী দিবস উদযাপন ২০২৫’ শীর্ষক অনুষ্ঠান। ছবি : রূপালী বাংলাদেশ

পপ অব কালার লিমিটেড অনন্যা সম্মাননা- ২০২৫ পেলেন ঢাকা মেইলের সিনিয়র সাব এডিটর নিশীতা মিতু।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর আমারি হোটেলে আয়োজিত ‘জুঁই নিবেদিত পপ অব কালার নারী দিবস উদযাপন ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে  নিজ কর্মক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করায় ১০টি ভিন্ন বিভাগে সেরা ১০ জন নারীকে এই সম্মাননায় ভূষিত করা হয়। এর মধ্যে ঢাকা নিশীতা মিতু উজ্জ্বলা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন।

যেসব নারীদের প্রতিভা তাদের কলমের মাধ্যমে বিকশিত হয়; অর্থাৎ নারী সাংবাদিক, প্রকাশক, লেখিকাগণ উজ্জ্বলা ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিলেন। বিভিন্ন ধাপে অন্যান্যদের পেছনে ফেলে পাবলিক ভোট এবং জুরি বোর্ডের দেওয়া ভোটে নির্বাচিত হন নিশীতা মিতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এডকম লিমিটেডের চেয়ারপারসন গীতি আরা সাফিয়া চৌধুরী। তিনি বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, গ্রামীণ ড্যানোন শক্তির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসানসহ বিভিন্ন খাতের খ্যাতনামা ব্যক্তিত্বরা।

অনন্যা সম্মাননা জয়ী অন্যরা হলেন- অঙ্কিতা ক্যাটাগরিতে ফারহানা শারমিন, অন্বেষা ক্যাটাগরিতে ফারহানা রাহমান, অপর্ণা ক্যাটাগরিতে ওয়ালিনা চৌধুরী, স্বাতী ক্যাটাগরিতে মেনাল চৌধুরী এবং গুল রেহান শান্তা, ত্রিনেত্রা ক্যাটাগরিতে জেনিফার বিনতে হক, পূর্ণভা ক্যাটাগরিতে মৌনতা আলম মৌন, ইন্দ্রজালের আলো ক্যাটাগরিতে শারমিন আক্তার তপতী, সুকৃতি ক্যাটাগরিতে প্রমা আজিজ এবং বহ্নিশিখা ক্যাটাগরিতে সায়েদা সালেহা নূর লিসা।

নারী দিবসের এই গ্র্যান্ড আয়োজন সম্পর্কে পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম বলেন, ‘নারীর সাফল্য শুধু তার একার নয়, এটি গোটা সমাজের অগ্রগতির প্রতীক। আমরা এই উদযাপনের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।’

পুরস্কার প্রাপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করে মিতু বলেন, ‘সাংবাদিকতা পেশার জন্য সম্মাননা পেয়েছি, এটা বেশ ভালো লাগার বিষয়। এমন প্রাপ্তি কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেয়।’

দিনব্যাপী এই চমকপ্রদ আয়োজন শেষ হয় ইফতার, নৈশভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!